কালিহাতীতে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে নিঃস্ব চার পরিবার

মানবজমিন প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আদম ব্যাপারী মোখলেছুর রহমানের খপ্পরে পড়ে মুক্তিযোদ্ধাসহ চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। চোখে রঙিন স্বপ্ন নিয়ে স্ত্রী সন্তানদের সুখের কথা ভেবে বিদেশ যাওয়ার উদ্দেশে পাসপোর্ট ও নগদ টাকা প্রদান করেন আদম ব্যাপারী মোখলেছুর রহমানের কাছে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তাদের বিদেশ না পাঠিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে। পাওনা টাকা চাইতে গেলে তার বাহামভুক্ত লোকজন দিয়ে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয়। বৃহস্পতিবার সকালে কালিহাতী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী চার পরিবার। সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে বলেন, বিগত ২০১২ সালে বিদেশে যাওয়ার উদ্দেশে ভুক্তভোগী উপজেলার কামার্থী গ্রামের রিয়াজ উদ্দিন ভূঁইয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া ২ লাখ ৭০ হাজার টাকা, বাগুটিয়া গ্রামের আছান আলীর ছেলে জুরান আলী ১ লাখ ৪৫ হাজার টাকা, রতনগঞ্জ গ্রামের ফনিন্দ্র সূত্রধরের ছেলে মদন সূত্রধর ৩ লাখ ৫০ হাজার টাকা, হরিপুর গ্রামের কাদের তালুকদারের ছেলে আব্দুল হালিম ৮ লাখ টাকা মোখলেছুর রহমানকে প্রদান করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের বিদেশে না পাঠিয়ে টাকা ফেরৎ দিতে অস্বীকৃতি জানালে তারা টাকা চাইতে গেলে তার বাহামভুক্ত লোকজন দিয়ে ভুক্তভোগিদের প্রাণনাশের হুমকি দেয়। তারা আরোও বলেন, এ বিষয়টি কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারকে জানালেও তিনি কোনো সুদ্যোগ নেননি। এ ব্যাপারে বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আদম ব্যাপারী মোখলেছুর রহমান জানান, আমি আদম ব্যবসা ছেড়ে দিয়েছি ১০-১২ বছর আগে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। আমাকে হয়রানি করার জন্য এসব বিষয় নিয়ে আমার নামে একের পর এক মামলা দেয়া হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us