গোয়াইনঘাটে ২টি রিভলবারসহ গ্রেপ্তার ১

মানবজমিন প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

গোয়াইনঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি বিদেশি রিভলবারসহ এক অস্ত্র চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুম ছড়ারপাড় সাদ্দামের বাড়ির সামনে থেকে ২টি অস্ত্রসহ ধৃত অপরাধীর নাম মো. আরব আলী (৪০)। সে স্থানীয় নোয়াগাঁও কুড়িগ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার (তদন্ত) হিল্লোল রায়ের নেতৃত্বে গোয়াইনঘাট থানা পুলিশের বিশাল টিম অস্ত্রসহ উক্ত অপরাধীকে গ্রেপ্তারে সক্ষম হয়। ধৃত আরব আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলেও আরো অস্ত্র উদ্ধার ও জড়িত অপরাপর অপরাধীদের গ্রেপ্তার অভিযানে ব্যস্ত থাকায় গণমাধ্যম কর্মীদের তাৎক্ষণিক সংবাদ পরিবেশন থেকে বিরত রাখার অনুরোধ করা হয়। গোয়াইনঘাট থানায় ২টি বিদেশি রিভলবার উদ্ধারসহ অপরাধীকে গ্রেপ্তারের খবরে তাৎক্ষণিক গোয়াইনঘাটে ছুটে আসেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম। গোয়াইনঘাট থানা পুলিশের ২টি অস্ত্রসহ অস্ত্র চোরাকারবারি গ্রেপ্তারের ঘটনায় গতকাল সকাল ১১টায় সিলেট পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম। তিনি বলেন, গোয়াইনঘাটে ২টি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার আরব আলী বিগত ২ বছর থেকে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছেন। এই ২ বছরে সে ৩টি চালানে ১০টি আগ্নেযাস্ত্র দেশে এনেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশ সুপার আরো জানান, এসব অস্ত্র সে দালালদের কাছে সরবরাহ করছে। আরব আলী সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক দলের দুই নেতার কাছে অস্ত্র সরবরাহ করেছেন। সরবরাহকৃত অস্ত্রগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক সন্ত্রাসে ব্যবহার করার আশঙ্কা করছে পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us