টিকিটের সর্বনিম্ন দাম ১০০ টাকা

মানবজমিন প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আগামীকাল শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ে, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে আয়োজিত এই সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ টাকায় মিলবে সিরিজের টিকিট। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা। ম্যাচের আগের দিন সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে টিকিট।১৩ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। রাউন্ড রবিন পদ্ধতিতে তিন দলের প্রত্যেকেই দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। সিরিজের লীগ পর্বের প্রথম তিন ম্যাচ হবে মিরপুরে। আর শেষ তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৪ সেপ্টেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। অবশ্য মিরপুরের ম্যাচগুলোর টিকিটের দাম জানালেও বিসিবি চট্টগ্রামের বাকি তিনটি ম্যাচের দাম কেমন হবে তা জানায়নি।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিকিটের দাম:বিসিবি আন্তর্জাতিক লাউঞ্জ: ২০০০ টাকাগ্র্যান্ড স্ট্যান্ড: ১০০০ টাকাভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকাশহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকাউত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকাপূর্ব স্ট্যান্ড: ১০০ টাকা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us