ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামে প্রায় ১২ বছর ধরে শিকলবন্দি হয়ে জীবন কাটাচ্ছেন কৃষিবিদ বজলুর রহমান (৪৮)। তিনি ১৯৯৬ সালে সাফল্যের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, এজি, অনার্স পাস করেন। তার বাবা মৃত আবদুল মালেক। সম্প্রতি টুংরাপাড়া গ্রামে মৃত মালেকের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ঘরের দরজা খোলা, ভেতরে পাতলা কাপড় গায়ে জড়িয়ে শিকলবন্দি অবস্থায় বসে আছেন বজলুর রহমান। অপুষ্টিতে ভুগে তার শরীর ও চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে। কোনো কিছু জানতে চাইলে প্রলাপ বকেন। স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায়…