টুইটারের অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসে’র একাউন্ট হ্যাক হয়েছে। এরপর তাতে পোস্ট করা হয়েছে নানা বর্ণবাদী লেখা। এ নিয়ে টুইটার কর্তৃপক্ষ তদন্ত করছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয় জ্যাক ডোরসে’র অনুসারীর সংখ্যা ৪২ লাখ। শুক্রবার রাতে তারা দেখতে পান তার পেজে আপত্তিকর সব পোস্ট। এর মধ্যে টুইটার সদর দপ্তরে বোমা হামলার হুমকি সম্বলিত ভুয়া রিপোর্ট প্রকাশ করা হয়। এক পোস্টে অ্যাডলফ হিটলারের পক্ষ অবলম্বন করা হয়েছে। তবে ঘটনার ৩০ মিনিটের মধ্যে টুইটার থেকে এসব ম্যাসেজ মুছে ফেলতে সক্ষম হয়েছে টুইটার কর্তৃপক্ষ। এ বিষয়ে টুইটার এক বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, জ্যাকের একাউন্ট হ্যাক করা হয়েছে। এ বিষয়ে আমরা অবহিত এবং ঘটনা তদন্ত করা হচ্ছে। এতে আরো যোগ করা হয়, তার একাউন্টটি এখন নিরাপদ।