সুনামগঞ্জের ১১ উপজেলায় আছেন সাড়ে তিন লাখ কৃষক। প্রতি বছর দাদন নিয়ে ও মহাজনি ঋণ করে হাওরে বোরো চাষ করেন তারা। ঋণ পরিশোধের সেই তাগাদা সইতে না পেরে বৈশাখে ধান কাটা শুরু করেন অনেকেই। উঠান থেকেই মণ প্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা দরে ধান বিক্রি করেন।