health & fitness: অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের (হু) সাম্প্রতিক একটি রিপোর্ট। তাদের বক্তব্য, বাজারে যে সব বেবি ফুড রয়েছে তার অধিকাংশতেই মাত্রাতিরিক্ত সুগার বা শর্করা আছে। টানা এই ধরনের খাবার খেলে শিশুর দাঁতের গঠনের উপর এর প্রভাব পড়তে পারে। সেই সঙ্গে পরবর্তী সময়ে মিষ্টি খাবারের প্রতি শিশুর আসক্তি তৈরি হতে পারে। আপাতত ইউরোপের বাজারের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছে হু।