দারুণ গোলে খাতা খুললেন হ্যাজার্ড

মানবজমিন প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে একই দিনে জয় পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়ালের হয়ে গোলের খাতা খুলেছেন এডেন হ্যাজার্ড। গতকাল অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের বিপক্ষে এ বেলজিয়ান স্ট্রাইকারের চোখ ধাঁধানো গোলে ১-০ ব্যবধানে জয় পায় রিয়াল। অপর ম্যাচে ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে ২-১ গোলে জয় দেখে এফসি বার্সেলোনা। সালজবুর্গের মাঠে ম্যাচের ১৯তম মিনিটে গোলটি করেন হ্যাজার্ড। রিয়ালের হয়ে এটি হ্যাজার্ডের প্রথম গোল । বাঁ প্রান্তে মাঝমাঠের ওপাশ থেকে হ্যাজার্ডকে পাস দিয়েছিলেন করিম বেনজেমা। শুরুর গতিতে স্যালজবুর্গের এক ডিফেন্ডারকে ছাড়িয়ে যান হ্যাজার্ড। প্রাক-মৌসুম ফুটবলে এটি ছিল হ্যাজার্ডের ষষ্ঠ ম্যাচ। এর আগে প্রীতি ম্যাচে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, টটেনহাম ও ফেনারবাচের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন হ্যাজার্ড। শেষ পর্যন্ত গোলের অপেক্ষা ঘোচাতে পেরে খুশি এ ফরোয়ার্ড। ম্যাচ শেষে হ্যাজার্ড বলেন ‘মাঠে নামলে সবাই জিততে চায় আর ফরোয়ার্ড হিসেবে তো গোল করতে চাওয়াই স্বাভাবিক। গত পাঁচ ম্যাচে এমন মুহূর্তের অপেক্ষায় ছিলাম। ভালো লাগছে।’ এদিন প্রথমবারের মতো রিয়ালের জার্সি গায়ে খেলতে নামেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার। আগামী ১৭ই আগস্ট স্প্যানিশ লা লিগায় নিজেদের সূচনা ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হওয়ার আগে ইতালিয়ান দল এএস রোমার বিপক্ষে শেষ প্রীতি ম্যাচটি খেলবে রিয়াল মাদ্রিদ।বার্সার বিপক্ষে নাপোলির মাসুল গোল মিসের মাসুল দিলো নাপোলি। আর প্রীতি ম্যাচে ঘামঝরিয়ে জয় দেখলো বার্সেলোনা। যুক্তরাষ্ট্রে নাপোলির বিপক্ষে খেলা শেষের ১১ মিনিট আগে ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিটিচের গোলে জয় পায় কাতালানরা।  চোটের কারণে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামে বার্সা।  তবে লুইস সুয়ারেজ, আঁতোয়ান গ্রিজমান, স্যামুয়েল উমতিতি ও সার্জিও বুসকেটসদের নিয়ে শক্তিশালী একাদশই গঠন করেছিলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। ম্যাচের প্রথম আধ ঘণ্টায় গোলের দুর্দান্ত দুটি সুযোগ হাতছাড়া করে নাপোলি । ৩৮ মিনিটে বুসকেটসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৪ মিনিট পরই বার্সার ফারসি ডিফেন্ডার উমতিতির ‘আত্মঘাতী’ গোলে সমতায় ফেরে নাপোলি। বিরতির পর নাপোলি এগিয়ে যেতে পারেনি আরকাদিউস মিলিকের অবিশ্বাস্য ব্যর্থতায়। ফাঁকা গোলপোস্ট পেয়েও ক্রসবারের উপর দিয়ে মারেন নাপোলির এ পোলিশ স্ট্রাইকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us