নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার থেকে প্রায় ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ছবি: ফোকাস বাংলা

কমে এসেছে রোহিঙ্গা শরণার্থীর ঢল: জাতিসংঘ

‘গত দু দিনে সীমান্ত পার হয়ে আসা লোকের সংখ্যা কমেছে বলে খবর পাওয়া গেছে। অল্প সংখ্যক লোক এই সময়ে কক্সবাজারে এসেছে বলে লক্ষ্য করা গেছে।’

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৫:৪৮
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ০৫:৪৮


নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার থেকে প্রায় ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। ছবি: ফোকাস বাংলা

(প্রিয়.কম) মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা অবিশ্বাস্যভাবে কমে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের একজন মুখপাত্র জানান, ‘সীমান্ত এলাকার কাছে মাঠ পর্যায়ে যে দলগুলো কাজ করছে, তারা পালিয়ে আসা লোকের সংখ্যা নিশ্চিতভাবেই কমেছে বলে খবর দিচ্ছে। তবে মিয়ানমার ছেড়ে রোহিঙ্গাদের পালিয়ে আসা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এমন কথা বলার সময় এখনও আসেনি।’

২৪ সেপ্টেম্বর রোববার 'ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ' কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতেও বলা হয়, ‘গত দু দিনে সীমান্ত পার হয়ে আসা লোকের সংখ্যা কমেছে বলে খবর পাওয়া গেছে। অল্প সংখ্যক লোক এই সময়ে কক্সবাজারে এসেছে বলে লক্ষ্য করা গেছে।’

ইতিমধ্যে ২৪ আগস্ট রাতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে বাংলাদেশে আগত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ৪ লক্ষ ৩০ হাজার।

অন্যদিকে মিয়ানমারে কর্মরত একটি ত্রাণ সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রধান এবং সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, ‘যে সব দেশ বর্মী সেনাবাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের উচিত হবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য চাপ দেওয়া। তাদের দেওয়া সমর্থনকে কোনোভাবেই মানবাধিকার লংঘনের কাজে ব্যবহার করা উচিত হচ্ছে না।’

সূত্র: বিবিস

প্রিয় সংবাদ/কামরুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...