‘ইংলিশ অলিম্পিয়াড’ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা। ছবি: প্রিয়.কম

‘ইংলিশ অলিম্পিয়াড’র ঢাকা বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত

ইংরেজি শেখার এ ব্যতিক্রমী আয়োজনকে দেশের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন আয়োজনে অংশ নেওয়া প্রতিযোগীরা।

সজিব ঘোষ
সহ-সম্পাদক, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৭, ১৯:০৭ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২৩:০০
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৭, ১৯:০৭ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২৩:০০


‘ইংলিশ অলিম্পিয়াড’ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা। ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম) ‘ইংলিশ অলিম্পিয়াড’ এর ঢাকা বিভাগীয় বাছাই পর্বে দুই হাজার ৫০০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছেন।

২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রশ্নপত্র প্রণয়ন করে ‘ইংলিশ অলিম্পিয়াড রিসার্চ টিম’।

ঢাকা বিভাগীয় সিলেকশন পর্বে অন্যান্যের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুল বাশার খান, ডেপুটি ডিরেক্টর জামাল উদ্দিন, ওয়ার্ল্ড অরফানস সেন্টার এবং ইংলিশ অলিম্পিয়ডের প্রতিষ্ঠাতা আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

অতিথিরা ওয়ার্ল্ড অরফানস সেন্টারের এ আয়োজনকে ইতিবাচক উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ ধরণেই আয়োজন একদমই নতুন এবং ইংরেজি ভীতি দূর করতে এ ধরনের আয়োজন অত্যন্ত সহায়ক ভূমিকা রাখতে পারে।’

একজন শিশুর সুকুমার বৃত্তির বিকাশ এবং ইংরেজি শেখার এ ব্যতিক্রমী আয়োজনকে দেশের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন আয়োজনে অংশ নেওয়া প্রতিযোগীরা।

উৎসবমুখর এ আয়োজন শেষে উপস্থিত সকল প্রতিযোগীকে সনদ প্রদান করা হয়।

প্রিয় সংবাদ/সংবাদ

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...