রোহিঙ্গাবাহী নৌকাডুবি। ফাইল ছবি

সাগরে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৪ মরদেহ উদ্ধার    

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। তিনি বলেন, বিকাল ৫টার দিকে সাগর থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।

নাজমুল হাসান শান্ত
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৪ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৫:০০
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৪ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ১৫:০০


রোহিঙ্গাবাহী নৌকাডুবি। ফাইল ছবি

(প্রিয়.কম) কক্সবাজারের উখিয়া সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে; যার মধ্যে নারী ও শিশুর মরদেহ রয়েছে। তবে অধিকাংশ মরদেহ শিশুদের বলে জানা গেছে।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জালিয়াপালং ইউনিয়নের ইনানি সৈকতের পাতুয়ারটেক এলাকা থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। তিনি বলেন, বিকাল ৫টার দিকে সাগর থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। 

আরও লাশ ভাসতে দেখা যাচ্ছে বলে জানান তিনি। 

গত ২৪ আগস্ট রাতে সহিংসতার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত চার লাখ ৮০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে পালিয়ে আসার হার আগের চেয়ে কিছুটা কমলেও, তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলার সময় এখনও হয়নি জানান সংস্থাটির মুখপাত্র।     

অভিযানের নামে মিয়ানমারের সেনাবাহিনী খুন, ধর্ষণ, ঘরবাড়ি পুরিয়ে দেওয়া, কুপিয়ে হত্যাসহ বর্বরতার চূড়ান্ত সীমাও অতিক্রম করেছে বলে অভিযোগ নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইচ ওয়াচের। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণের মাধ্যমে সংস্থাটি বলেছে, ইতোমধ্যে প্রায় ২১৪টি রোহিঙ্গা অধুষ্যিত গ্রাম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী মানবতাবিরোধী অপরাধ করছে। তাই দেশটির ওপর কিছু ক্ষেত্রে ও তার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় সংস্থাটি।

প্রিয় সংবাদ/শান্ত   

 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...