কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য একেএম মাইদুল ইসলাম মুকুল। ছবি: সংগৃহীত

এমপি মাইদুল ইসলাম মুকুল আর নেই

বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জাতীয় পার্টির এই সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ মে ২০১৮, ১৩:৩৮ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২৩:৩২
প্রকাশিত: ১১ মে ২০১৮, ১৩:৩৮ আপডেট: ২০ আগস্ট ২০১৮, ২৩:৩২


কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য একেএম মাইদুল ইসলাম মুকুল। ছবি: সংগৃহীত

(ইউএনবি) কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী একেএম মাইদুল ইসলাম মুকুল আর নেই। তার বয়স হয়েছিল ৭৬ বছর। 

১০ মে, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জাতীয় পার্টির এই সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় পার্টির উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দারা এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার কুড়িগ্রামের উলিপুরে একেএম মাইদুল ইসলাম মুকুলের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ফুসফুসে জটিলতার কারণে ১৭ এপ্রিল সাবেক এ মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নেন।

১৯৪৩ সালের ২৯ মে একেএম মাইদুল ইসলাম মুকুল জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আবুল কাসেম ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। শিক্ষাজীবনের শুরুতে মাইদুল ইসলাম পাকিস্তানের বিখ্যাত সারগোদা স্কুলে লেখাপড়া করতেন।

শিক্ষাজীবন শেষে তার পারিবারিক ব্যবসা ‘কাসেম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে’ যোগ দেন। তিনি জাতীয় পার্টির হয়ে সর্বশেষ ২০০৮ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হন। এ ছাড়া তিনি দুই বার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

প্রিয় সংবাদ/রিমন

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...