শিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্মের মাধ্যমে দেশে প্রথমবারের মতো হচ্ছে অনলাইন নিলাম

এর মধ্য দিয়ে পৃথিবীর যেকোনো দেশ থেকে নিলামের মাধ্যমে শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম সংগ্রহের সুযোগ তৈরি হলো।

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ১২:৫১ আপডেট: ২৯ আগস্ট ২০২১, ১৬:০৪
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ১২:৫১ আপডেট: ২৯ আগস্ট ২০২১, ১৬:০৪

দেশে প্রথবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন নিলাম। প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম নিয়ে আন্তর্জাতিক অনলাইন অকশন প্ল্যাটফর্ম ‘সওদা’ আয়োজন করেছে এই বিশেষ নিলাম। এর মধ্য দিয়ে পৃথিবীর যেকোনো দেশ থেকে নিলামের মাধ্যমে শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম সংগ্রহের সুযোগ তৈরি হলো।

২৯ আগস্ট দুপুর ২টায় এ নিয়ে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। এটি সওদাপ্রিয়’র ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হবে।

এ সময় অতিথি হিসেবে যুক্ত হবেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদ, শিল্পী ও অভিনেতা আফজাল হোসেন। এ ছাড়াও উপস্থিত থাকবেন আর্টকনের ফাউন্ডার এ আর কে রিপন এবং সওদা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন

আন্তর্জাতিক অনলাইন নিলাম সম্পর্কে জাকারিয়া স্বপন বলেন, ‘শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ছবি অনলাইন নিলামে নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। দেশ ও বিদেশের শিল্পপ্রেমীরা এই অনলাইন নিলামের মাধ্যমে প্রথিতযশা এই শিল্পীর চিত্রকর্ম সংগ্রহ করতে পারবেন।’

এই নিলামের সঙ্গে আর্ট এজেন্সি হিসেবে যুক্ত রয়েছে আর্টকন। আর্টকনের ফাউন্ডার এ আর কে রিপন বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইন ভিত্তিক অকশন প্ল্যাটফর্ম সওদা-এর সাথে বিখ্যাত শিল্পীদের অথেনটিক ও এক্সক্লুসিভ আর্ট কালেকশনের অকশন করতে পেরে খুবই আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশের চিত্রশিল্পে এই নবযাত্রার সূচনায় শিল্প সংগ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচিত হলো।’

সওদা’র হেড অব মার্কেটিং নাজমুস সাকিব নিলয় বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের নিলাম আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করছি শিল্পবোদ্ধাদের অনলাইন শিল্প জগতে নিয়ে আসতে। দেশের সীমানা পেরিয়ে আজ যারা বিদেশে তারাও সওদার এই আয়োজনে নিলামে পণ্য কিনে দেশের সুবাস বিদেশে বসেই পেতে পারেন। আমরা যত্ন-সহকারে পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ।’

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ২০০০ সালে পেয়েছেন বাংলাদেশের সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক। ১৯৯২ খ্রিষ্টাব্দে মাস্টার পেইন্টার্স অব কনটেম্পোরারী আর্টসের পঞ্চাশজনের একজন হিসেবে বার্সেলোনায় অলিম্পিয়াড অব আর্টস পদকে ভূষিত হন। বাংলাদেশের গর্ব এই শিল্পী চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধি পেয়েছেন।

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...