অর্থমন্ত্রী অসুস্থ থাকায় বিলটি সংসদে উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সংসদে অর্থবিল ২০১৯ পাস

তিনি বলেন, ‘এই লক্ষ্য পূরণ এবং আমাদের নির্বাচনি ইশতেহার পূরণের এক কার্যকর মাধ্যম হবে আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য পেশকৃত জনবান্ধব, উন্নয়নমুখী এই বাজেটটি।’

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ২২:১৬ আপডেট: ২৯ জুন ২০১৯, ২২:১৬
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ২২:১৬ আপডেট: ২৯ জুন ২০১৯, ২২:১৬


অর্থমন্ত্রী অসুস্থ থাকায় বিলটি সংসদে উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) পুঁজিবাজার ও ভ্যাটসহ বেশ কিছু প্রস্তাবের পরিবর্তন এনে জাতীয় সংসদে অর্থবিল ২০১৯ পাস হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুরোধে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২৯ জুন, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে অর্থবিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। অসুস্থ থাকায় অর্থবিলটি উত্থাপনে অপারগতা থাকায় অর্থমন্ত্রী এ অনুরোধ করেন।

প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এই লক্ষ্য পূরণ এবং আমাদের নির্বাচনি ইশতেহার পূরণের এক কার্যকর মাধ্যম হবে আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য পেশকৃত জনবান্ধব, উন্নয়নমুখী এই বাজেটটি।’

তিনি আরো বলেন, ‘একটি সমৃদ্ধ অর্থনীতির জন্য প্রয়োজন বিকশিত একটি পুঁজিবাজার। এই বাজেটে পুঁজিবাজারের জন্য অনেক প্রণোদনা থাকছে। এই সব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজারের সম্প্রসারণ হবে। এভাবে পুঁজিবাজার তার কাঙ্ক্ষিত ভূমিকা পালনে সক্ষম হবে।’

এর আগে গত ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট সংসদে পেশ করা হয়। এরপর সংসদে ২৭০ জন এমপি বাজেট আলোচনায় অংশ নেন।

প্রিয় সংবাদ/কামরুল/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...