জফরা আর্চার ও আদিল রশিদ। ছবি: সংগৃহীত

৭ ভিনদেশি ক্রিকেটার নিয়ে বিশ্বকাপ স্কোয়াড গড়েছে ইংল্যান্ড

সবচেয়ে মজার ব্যাপার হলো, এবারের বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দিতে যাওয়া ইয়ন মরগান নিজেই একজন অভিবাসী ক্রিকেটার।

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১৭:১৬ আপডেট: ২২ মে ২০১৯, ১৭:১৬
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১৭:১৬ আপডেট: ২২ মে ২০১৯, ১৭:১৬


জফরা আর্চার ও আদিল রশিদ। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) আগামী ২৩ মে পর্যন্ত কোনোরকম কারণ দেখানো ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। এই সুযোগটাই কাজে লাগিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তিনটি পরিবর্তন এনে মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

১৫ সদস্যের এই দলে যোগ হয়েছেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত অলরাউন্ডার জফরা আর্চার। শুধু আর্চার একাই নন, স্বাগতিক ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ দলে রয়েছেন আরও ছয় জন অভিবাসী। সব মিলিয়ে সাত জন ভিনদেশি ক্রিকেটার নিয়ে আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড গড়েছে স্বাগতিকরা।

ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াড

সবচেয়ে মজার ব্যাপার হলো, এবারের বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দিতে যাওয়া ইয়ন মরগান নিজেই একজন অভিবাসী ক্রিকেটার। এ ছাড়াও ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা অভিবাসী ক্রিকেটাররা হলেন—মঈন আলী, আদিল রশিদ, বেন স্টোকস, জেসন রয় ও টম কারান।

আর মাত্র সাত দিনের অপেক্ষা। এর পরই মাঠে গড়াচ্ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। চলতি বছরের ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। নিজেদের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের জার্সিও উন্মোচন করেছে ইংলিশরা।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, জেমস ভিঞ্চ, টম কারান, লিয়াম ডসন, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জফরা আর্চার, ক্রিস ওকস ও মার্ক উড।

প্রিয় খেলা/আজাদ চৌধুরী

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...