ইলিয়াস কাঞ্চন ও রুবাইয়াত হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা চলচ্চিত্র উৎসবের জুরি কাঞ্চন ও রুবাইয়াত

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ১০ জানুয়ারি ২০১৯ থেকে শুরু হতে যাচ্ছে সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১৯:২৩ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১৯:২৩
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১৯:২৩ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১৯:২৩


ইলিয়াস কাঞ্চন ও রুবাইয়াত হোসেন। ছবি: সংগৃহীত

(প্রিয়.কম) ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ২০১৯ সালের ১০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এরই মধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংস্থা রেইনবো চলচ্চিত্র সংসদ।

সোমবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে মোট ১২ জন জুরি’র নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়েছে।

উৎসবে জুরি হিসেবে বিদেশি চলচ্চিত্রকারদের সঙ্গে স্থান পেয়েছেন দু'জন স্বনামধন্য বাংলাদেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব। তারা হলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা রুবাইয়াত হোসেন।

এতে এশিয়ান প্রতিযোগিতা বিভাগের জুরি হিসেবে ইলিয়াস কাঞ্চন এবং উইমেন্স ফিল্ম সেকশনের জুরি বোর্ডে আছেন রুবাইয়াত হোসেন।

এবারের উৎসবে মোট ৬০ দেশের দুই শতাধিক চলচ্চিত্র মোট ৮টি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে।

প্রতিযোগিতা বিভাগসমূহ হলো-রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশন।

৫টি ভ্যেনুতে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। ১০ থেকে ১৮ জানুয়ারি’ ২০১৯ পর্যন্ত ৯ দিনব্যাপী এই উৎসব চলবে।

প্রিয় বিনোদন/গোরা 

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...