প্রতীকী ছবি

ডার্ক মোডে বাড়বে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারির আয়ু

ডার্ক মোড ব্যবহার করলে পুরো কালার থিম পরিবর্তন হয়ে কালো হয়ে যায়।

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১৭:০৩ আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১৭:০৩
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১৭:০৩ আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১৭:০৩


প্রতীকী ছবি

(প্রিয়.কম) সার্চ জায়ান্ট গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনে ডার্ক মোডে ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে। 

সম্প্রতি ডেভেলপারদের সঙ্গে এক বৈঠকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কীভাবে ব্যাটারি খরচ করে, তা দেখিয়েছে গুগল। ডেভেলপাররা অ্যাপ বানানোর সময় ব্যাটারি ব্যাকআপ বাড়াতে সাহায্য করতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অবশ্য ডার্ক মোডে বেশি ব্যাটারি বাঁচানো যাবে না। কারণ অ্যান্ড্রয়েড ফোনে সবথেকে বেশি ব্যাটারি নষ্ট করে ডিসপ্লে ব্রাইটনেস। এছাড়াও ডিসপ্লের উপরে কী রঙ দেখা যাচ্ছে, তার উপরেও কত ব্যাটারি খরচ হবে, তা নির্ভর করে।

ডার্ক মোড ব্যবহার করলে পুরো কালার থিম পরিবর্তন হয়ে কালো হয়ে যায়। এর ফলে ডিসপ্লেকে কম রঙ প্রসেস করতে হয়।

গুগল জানিয়েছে, ইউটিউব অ্যাপে ডার্ক মোডে সাধারণ মোডের তুলনায় ৪৩ শতাংশ কম ব্যাটারি নষ্ট হয়। কারণ এই অ্যাপের অনেকটা অংশ জুড়ে থাকে সাদা রঙ।

আগে প্রতিষ্ঠানটি সব ডেভেলপারকে অ্যাপ বানানোর সময় সাদা রঙ ব্যবহার করতে অনুপ্রাণিত করত। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তাও স্বীকার করে নিয়েছে গুগল।

সূত্র: স্ল্যাশগিয়ার

প্রিয় প্রযুক্তি/শান্ত  

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...