ঢাকা ও সৌদি আরবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। ছবি: সংগৃহীত

ঢাকা ও রিয়াদের মধ্যে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর

রিয়াদে বাদশাহ সৌদ প্রসাদে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

আয়েশা সিদ্দিকা শিরিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১২:০৮ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১২:০৮
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১২:০৮ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১২:০৮


ঢাকা ও সৌদি আরবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। ছবি: সংগৃহীত

(বাসস) বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শিল্প ও বিদ্যুৎ খাতে সহযোগিতাসংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

১৭ অক্টোবর, ‍বুধবার রিয়াদে বাদশাহ সৌদ প্রাসাদে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

কাউন্সিল অব সৌদি চেম্বার ও রিয়াদ চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর স্মারক স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাঁচ সমঝোতা স্মারক

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের মধ্যে সহযোগিতার নীতিমালাসংক্রান্ত সমঝোতা স্মারক।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ও সৌদি আরবের হানওয়াহ্ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে নির্মাণ সহযোগিতাসংক্রান্ত সমঝোতা স্মারক।

বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি) ও সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনের মধ্যে সমঝোতা স্মারক।

বাংলাদেশে সৌর বিদ্যুৎ প্রকল্প উন্নয়ন বিষয়ে বাংলাদেশের শিল্পমন্ত্রী ও সৌদি আরবের আলফানার কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও সৌদি আরবের আল বাওয়ানী কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বাংলাদেশের পক্ষে সব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে পৌঁছান শেখ হাসিনা। বুধবার বিকেলে সৌদি আরবের আরগায়ে রাজপ্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সে সময় তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসাধারণ উন্নয়নের প্রশংসা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তিনি বর্তমান সরকারের ধারাবাহিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন শেখ হাসিনা।

এ ছাড়া রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের নিজস্ব জায়গায় এবং নিজস্ব অর্থে নবনির্মিত চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে এবং এই উন্নয়ন ও অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।

সফর শেষে ১৯ অক্টোবর, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দর থেকে রওয়ানা হবেন।

বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রিয় সংবাদ/রুহুল

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...