



<strong>(প্রিয় টেক)</strong> বহু প্রতিক্ষার পর অবশেষে বাংলাদেশ তৃতীয় প্রজন্মের (থার্ড জেনারেশন- <a href="/topic/3g">থ্রিজি</a>) প্রযুক্তিতে প্রবেশ করছে। আজ ১৪ অক্টোবর রোববার আনুষ্ঠানিকভাবে এ প্রযুক্তিটি উন্মুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর <a href="/org/teletalk">টেলিটকের</a> মাধ্যমে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলে এর কার্যক্রম উদ্বোধন করবেন। তবে এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এজন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। থ্রিজি কি, থ্রিজিতে কি কি সুবিধা পাওয়া যাবে, বহির্বিশ্বে কবে থেকে থ্রিজি চালু হলো এবং বাংলাদেশে সামগ্রিক ভাবে থ্রিজির অবস্থান কি? জানা যাবে "থ্রিজি: বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষাপট" থেকে। <a href="/news/business/2012/10/14/6171.html"><img src="/files/users/u68697/3g_03.jpg" width="550" height="300" alt="3g_03.jpg" /></a>
Join Priyo to discover more contents
পাঠকের মন্তব্য(০)
মন্তব্য করতে লগইন করুন