ছবি সংগৃহীত

একই দিনে দুটি ছবিতে প্লেব্যাক করলেন নিশীতা বড়ুয়া

'ক্লোজ আপ ওয়ান' দিয়ে শুরু করা নিশীতা বড়ুয়া এ পর্যন্ত সাতটি ছবিতে প্লেব্যাক করেছেন। তবে খবর হল যে একই দিনে দুটি ছবিতে প্লেব্যাক করলেন নবীন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশীতা বড়ুয়া।

priyo.com
লেখক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৪, ০৬:০১ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮, ১১:১৭
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৪, ০৬:০১ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮, ১১:১৭


ছবি সংগৃহীত
'ক্লোজ আপ ওয়ান' দিয়ে শুরু করা নিশীতা বড়ুয়া এ পর্যন্ত সাতটি ছবিতে প্লেব্যাক করেছেন। তবে খবর হল যে একই দিনে দুটি ছবিতে প্লেব্যাক করলেন নবীন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশীতা বড়ুয়া। ইতোমধ্যেই সায়মন তারিকের 'মাটির পরী' ছবিতে 'রাতের আকাশ চাঁদ হারালেই আগামী রাতেই ওঠে' কথার গানে কণ্ঠ দেন তিনি। গানটি লিখেছেন একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ সঙ্গীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। গত বৃহস্পতিবার ঢাকার মগবাজারের শ্রুতি স্টুডিওতে এ গানে কণ্ঠ দেন নিশীতা। অন্যদিকে একই দিন কিশোরের সুর-সঙ্গীতায়োজনে জাজ মাল্টিমিডিয়ার একটি ছবির গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। 'এক মিনিটে তোর সাথে প্রেম করবো হাজার বার' কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। এ প্রসঙ্গে নিশীতা বলেন, "এর আগেও গাজী স্যারের লেখা গান গেয়েছি। তিনি আমার গুরুজন। আমি তার গানের ভীষণ ভক্ত। আবার তার লেখা গান গাইতে পেরে আমি গর্বিত। আশা করি, দুটি গানই শ্রোতাপ্রিয়তা পাবে।" উল্লেখ্য, নিশীতা বড়ুয়া প্রথম প্লেব্যাক করেন মোহাম্মদ হোসেন জেমীর 'বাজাও বিয়ের বাজনা' ছবিতে। তার প্রথম একক অ্যালবাম 'আমায় নিয়ে চলো' ২০০৭ সালে বাজারে আসে। বর্তমানে তার নতুন একক অ্যালবামের কাজ চলছে। এরই মধ্যে এর চারটি গানের রেকর্ডিংও সম্পন্ন করেছেন তিনি।

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...